Terms & Condition




✅ আপনার অ্যাকাউন্ট ক্রেডেনশিয়ালস (ইউজারনেম এবং পাসওয়ার্ড) একান্তই আপনার নিজের ব্যবহারের জন্য। এগুলো অন্য কারো সাথে শেয়ার করা অনুমোদিত নয়। অ্যাকাউন্ট ক্রেডেনশিয়ালস অন্য কারো সাথে শেয়ার করা হলে আপনার অ্যাকাউন্ট যেকোন সময় টার্মিনেট করা হতে পারে এবং সেক্ষেত্রে আপনি আর এই অ্যাকাউন্ট থেকে কোর্স ম্যাটেরিয়ালস অ্যাক্সেস করতে পারবেন না

✅ কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিত যে কোন কোর্স ম্যাটেরিয়ালস যেকোনভাবে ডিস্ট্রিবিউশন সম্পূর্নরুপে নিষিদ্ধ এবং আইনত দন্ডনীয় অপরাধ। আমি আশাকরি আপনি এরকম কোন কাজ করবেন না যেটা সামগ্রিক ভাবে সবাইকেই ক্ষতিগ্রস্থ করতে পারে। এই কোর্স ম্যাটেরিয়ালগুলো প্রস্তুত করতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, এটাও আপনার স্বাভাবিক বিবেচনাবোধ থেকে বিবেচনা করবেন।

✅ অনুগ্রহ করে লার্ন উইথ রবিউল ও কেডিপি রোডম্যাপ এর সাপোর্ট চ্যাট, গ্রুপ চ্যাট, এবং ফেসবুক পেজে যেকোন ধরনের ব্যাক্তিগত আক্রমন এবং হিংসাত্মক কথাবার্তা থেকে বিরত থাকবেন। এরকম যেকোন কাজের ফলশ্রুতিতে আপনাকে ফেসবুক গ্রুপ থেকে রিমুভ করে দেয়া হবে এবং পুনরাবৃত্তির ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট যেকোন সময় টার্মিনেট করা হতে পারে

✅ কোর্সে এনরোল করার পূর্বে সব তথ্য পড়ে ও যাচাই করে নিবেন যদি কোন প্রশ্ন থেকে থাকে তবে সাপোর্টে যোগাযোগ করতে পারেন।

✅ কোর্স এক্সেস করার পর কোন রকম রিফান্ড রিকোয়েস্ট গ্রহনযোগ্য নয়।

✅ সব মিলিয়ে আশাকরি আপনি এখানে শেখার একটা সুষ্ঠু পরিবেশ বজায় রাখবেন।

✅এই সাইট থেকে (লার্ন উইথ রবিউল) যেকোন কোর্স কেনার ক্ষেত্রে ধরে নেয়া হবে যে আপনি এই টার্মস এবং কন্ডিশনগুলো পড়েছেন এবং সেগুলোতে রাজী হয়েছেন।

✅ কর্তৃপক্ষ যেকোন সময় কোনরকম কারন দর্শানো ব্যতিরেকে টার্মস এবং কন্ডিশনস আপডেট করার ক্ষমতা রাখেন

learnwithrobiul.com এর সাথে আপনার শেখা আনন্দময় হোক!



Follow me on Graphy
Watch my streams on Graphy App
learnwithrobiul.com 2023 Privacy policy Terms of use Contact us Refund policy