About us

Home   >  About us

learnwithrobiul.com নিয়ে কিছু কথা!! 

লার্ন উইথ রবিউল এর যাত্রা শুরু হয়েছিল ২০২০ সালে জানুয়ারি থেকে। নতুন কিছু উদ্যেক্তা তৈরি করাই আমাদের প্রধান উদ্যেশ্য এবং সেই লক্ষে আমরা কাজ করছি।  ফ্রিল্যান্সিং এ প্যাসিভ আর্নিং এর পাশাপাশি বাংলাদেশ থেকে প্রায় ৫০০ এর ও বেশি সফল সেলফ পাবলিশার, ডিজাইন ও মার্কেটারদের মাঝে আমাদের নলেজ শেয়ার করে আমরা তাদের তাদের স্কিল ডেভেলপমেন্ট এ ও অনলাইন থেকে আয় করতে সহায়তা করেছি। 


এবং নতুন উদ্যেক্তা তৈরি করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।   

আমাদের লক্ষ্যঃ 

✅  ভিডিও টিউটোরিয়াল ও লাইভ ক্লাসের মাধ্যমে সঠিক গাইডলাইন প্রদান করা। 

- সকল কোর্সে থাকছে ফান্ডামেন্টাল ক্লাস ও সেই সাথে সপ্তাহে নির্দিস্ট টাইমে লাইভ ক্লাস। সেখান সব রকম সমস্যা সমাধান নিয়ে স্টুডেন্টদের সাথে আমরা আলোচনা করি। 

✅   প্রত্যেক ষ্টুডেন্টদের সফলতা নিশ্চিত করা। 

- আমাদের প্রত্যেকটি স্টুডেন্টদের মান্থলি ভাল একটি এমাউন্ট এর আর্নিং জেনারেট করার জন্য সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাওয়া।

✅  যোগ্যতাসম্পন্ন ফ্রিল্যান্সার ও উদ্যেক্তা তৈরি করার ।  

- আমরা জানি বড় বড় মার্কেটপ্লেস গুলো বিধিনিষেধযুক্ত করে দিয়েছে এই ধরনের সমস্যা গুলো যাতে আমাদের ষ্টুডেন্টরা ফেস না করে তাই কোয়ালিটিফুল স্কিলকে কাজে লাগিয়ে ইন্টারনেট থেকে আয় বিষয়ক সহায়তা করা। 

✅  মাস্টারমাইন্ড হেল্পফুল রিসোর্স তৈরি করা । 

- আমরা চেস্টা করছি একেবারে নতুন থেকে যারা শুরু করতে চায়, স্কিল ডেভেলপ করে অনলাইনে ভাল আয় করতে চায় আমরা আছি তাদের পাশে। আমরা এমন একটা মাস্টারমাইন্ড কমিউনিটি গড়তে চাই যেখানে সবাই সবাইকে সাপোর্ট করবে ও এক সাথে কাজ শিখবে ও কাজ করবে। ইনশাআল্লাহ আমরা সফল হব।

✅  ডেডিকেটেড সাপোর্ট ও সরাসরি ইন্সট্রাকটর সাপোর্ট প্রদান করা। 

- নতুন কিছু শেখা শুরু করার জন্য  প্র্যতেকটা কোর্সের টু জেট ভিডিও ক্লাস রয়েছে এছাড়াও যে কোন সাহায্যের প্রয়োজন পড়লে আমরা আমাদের ষ্টুডেন্ট দের ডেটিকেটেড ভাবে সাপোর্ট দেওয়ার জন্য বদ্ধপরিকর।