সচরাচর জিজ্ঞেসাঃ 


ফ্রিল্যান্সিং সেক্টরে আমি নতুন আমি কিভাবে শুরু করতে পারি? 

আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন তাতেও কোন সমস্যা নেই কারন আমারা আমাদের কোর্স গুলো মূলত নতুন জন্য এমন ভাবে সাজিয়েছি যাতে একেবারে নতুনরাও এখানে এসে কাজ শিখে শুরু করতে পারে। আমরা প্রত্যকেটা কোর্সকে এমন ভাবে সাজিয়েছি একেবারে হাতে কলমে সব দেখিয়েছি যেন যে কেউ কোর্স গুলো করে খুব ভাল ভাবে কাজ শিখতে ও কাজ করতে পারে। যে কোন কিছু নিয়ে আপনার প্রশ্ন থাকলে সাপোর্ট এ যোগাযোগ করুন।

পূর্বে আমার অনলাইন ইনকামের কোন অভিজ্ঞতা নেই আমি কি কোর্স করলে আয় করতে পারব?

learnwithrobiul.com এর সকল কোর্স নতুনদের জন্য ফ্রেন্ডলি ভাবে বানানো হয়েছে। আপনি যদি অনলাইন জগতে নতুন হয়ে থাকেন তবেও কোন সমস্য নেই কারন আমরা নতুন দের কথা চিন্তা করেই কোর্সের মেটেরিয়াল তৈরি করেছি। আপনি যদি আমাদের কোর্স ও গাইডলাইন মেনে কাজ করতে থাকেন তবে আপনার স্কিল বাড়ার সাথে সাথে আপনার আয় বাড়বে। তবে আমরা আয়ের গ্যারান্টি দেই না কিন্তু আপনি স্কিল হবেন এটার গ্যারান্টি দিতে পারব ইনশাআল্লাহ।

আমি ডিজাইন পারিনা আমি কি এমাজন কেডিপিতে কাজ করতে পারব?

আপনি যদি ডিজাইন না পারেন তবে আপনাকে ব্যাসিক কিছু ডিজাইন শিখতে হবে আর ব্যাসিক ডিজাইন কোর্সের মাঝে আছে যা দিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন। আপনি যত বেশি প্রাকটিস করে যাবেন তত বেশি শিখতে পারবেন ও কাজে লাগিয়ে তা থেকে আয় করতে পারবেন।

কেমন সময় লাগবে আয় হতে? 

আপনি ভাল একটা অবস্থানে পৌছানোর জন্য অনেক বেশি কাজ করে দ্রুত সাম্নের দিকে এগিয়ে যেতে পারেন, তবে আপনি যদি ফুল টাইম জব হোল্ডার হয়ে থাকেন তবে পার ডে ৩/৪ ঘন্টা যদি আপনি দিতে পারেন তবেই আপনি যে কোন স্কিল ভাল ভাবে শিখতে পারেন ও তা কাজে লাগাতে পারেন। বিশেষ করে আপনি যদি এমাজন কেডিপি নিয়ে কাজ করতে চান তবে এটি আপনার জন্য খুব দ্রুত ই সাকসেস এনে দিতে পারে।

আমি কি ওয়েবসাইটের এক্সেস কারো সাথে শেয়ার করতে পারব?

-------

দুঃখিত আপনি সাইটের কোন এক্সেস কারো সাথে শেয়ার করতে পারবেন না।

কোর্স করার সময় ইন্সট্রাটর এর সাপোর্ট কিভাবে পাব? 

আমাদের স্টুডেন্টদের জন্য একটা সিক্রেট ফেসবুক গ্রুপ থাকবে যেখানে ইন্সটাক্টর নিজেই এডমিন হিসেবে থাকবে যিনি আপনাদের সার্বক্ষনিক সাপোর্ট দিয়ে যাবে।এছাড়া আমাদের সাপোর্ট টিম যে কোন ধরনের সহয়তার জন্য প্রস্তুত।

আপনাদের কোর্সের অ্যাক্সেস কতদিন থাকবে?
-------

আপনি যতদিন খুশি সময় নিয়ে কোর্স শেষ করতে পারবেন, কোন ধরাবাঁধা নিয়ম নেই।

এই কোর্সগুলো কি লাইভ ক্লাস হিসেবে হবে?

প্রত্যকেটা কোর্সের ফান্ডামেন্টাল ক্লাস গুলো ভিডিও আকারে থাকবে এবং লাইভ প্রশ্নউত্তরের জন্য লাইভ ক্লাসের ব্যাবস্থা থাকবে। যা কোর্সের জন্য ডেটিকেডটেড গ্রুপে এনাউন্স করা থাকবে।

আমি কি ভিডিও ডাওনলোড করতে পারব? 
-------

না, পারবেন না। আমাদের ওয়েবসাইট এ লগ-ইন করেই আপনাকে ভিডিও দেখতে হবে। কোন প্রকারের ডাউনলোড এর সুযোগ নেই।


আমি কি কিভাবে পেমেন্ট করব? 

এই মূর্হতে আমরা বিকাশ, রকেট ও ব্যাংকের মাধ্যমে ম্যানুয়ালি পেমেন্ট নিচ্ছি । কিছুদিন পর অটোমেটিক পেমেন্ট সুবিধা যোগ করা হবে । পেমেন্ট জনিত কোন সমস্যা হলে অবশ্যই  সাপোর্ট নাম্বারে যোগাযোগ করবেন। 

আমি লগইন করতে গেলে এরর পাচ্ছি যে আমি অন্য কোথাও লগডইন হয়ে আছি। কি করব?
-------

আপনি একসাথে যেকোন একটি ডিভাইস/ব্রাউজারে লগড ইন থাকতে পারবেন। এমনকি একই ডিভাইসে দুইটা ব্রাউজারে একসাথে লগিন করতে পারবেন না। আর যদি আরেকটা ডিভাইসে লগ ইন করার দরকার হয়, তাহলে আগে যেই ব্রাউজার বা ডিভাইসে লগড ইন আছেন সেখান থেকে লগআউট করে নিন।


আমি কি কিভাবে পেমেন্ট করব? 

এই মূর্হতে আমরা বিকাশ, রকেট ও ব্যাংকের মাধ্যমে ম্যানুয়ালি পেমেন্ট নিচ্ছি । কিছুদিন পর অটোমেটিক পেমেন্ট সুবিধা যোগ করা হবে । পেমেন্ট জনিত কোন সমস্যা হলে অবশ্যই  সাপোর্ট নাম্বারে যোগাযোগ করবেন। 

Launch your GraphyLaunch your Graphy
100K+ creators trust Graphy to teach online
learnwithrobiul.com 2024 Privacy policy Terms of use Contact us Refund policy